লোভনীয় ভেজিটেবল মোমো


****পদ্ধতি*****

★পুর তৈরিঃ

বাঁধাকপি মিহি কুঁচিঃ ১কাপ

গাজরকুচিঃ ১/২কাপ

ছানা গুড়া -১/২ কাপ

কাচামরিচ ও ধনেপাতা কুঁচি পরিমানমত

সয়াসসঃ ১চাচামচ

গোল মরিচ গুড়োঃ ১চা চামচ

তেলঃ ১টেবিলচামচ ও লবন পরিমানমত

★প্যানে তেল দিয়ে ধনেপাতা বাদে উপরের সব উপকরন একসাথে দিন। উচ্চতাপে ৪-৫ রাণা করলে পানি শুকিয়ে গেলে চুলা বন্ধ করুন। ধনেপাতা দিয়ে মিশিয়ে নিন।

★ডো তৈরিঃ

ময়দাঃ ২কাপ

লবন সামান্য

পানিঃ ৩/৪ কাপ

কর্নফ্লাওয়ারঃ২ টেবিলচামচের মত রুটি বেলার জন্য

ময়দা ও লবন মিশিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে নিন।ভাল করে মিশিয়ে খামির বানিয়ে ৩০ মিনিট ঢেকে রাখুন।(খামির কিছুটা শক্ত হবে তাই ১ম এ ১/২ কাপ পানি দিয়ে, বাকিটা প্রয়োজন মত দিবেন)

★৩০ মিনিট পর খামিরটি আরও কিছুক্ষন মথে নিন। খামির ৩ ভাগ করে নিন।

★কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়ে বড় রুটি(কিছুটা পাতলা) বানিয়ে গোল বাটী বা কাটার দিয়ে কেটে নিন।

★গোলাপ বানানোর জন্য ৩ টি গোল ছোট রুটি নিয়ে একটির ১/২ এর উপর অন্যটির ১/২ বসিয়ে নিন।এভাবে ৩ টি বসিয়ে নিন।

★মাঝখানে  লম্বা করে পুর দিয়ে রুটিগুলোর একপাশ দিয়ে অন্যপাশ ঢেকে দিন।(ছবিতে দেখুন)

★এখন অল্প পানি ব্রাশ করে লম্বা ফুলের একপাশ থেকে মুড়িয়ে অন্যপাশে আসুন।(ছবিতে দেখুন)

মোমো রেডি।

★এভাবে সবগুলো বানিয়ে ননস্টিক প্যানে সাজিয়ে রাখুন।

একটি বাটীতে ১ কাপ পানি, ১চা চামচ তেল ও ১টেবিলচামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিন।

এখন এই পানি মোমো (মোমো্র নিচের আধা পানিতে ডুবা থাকবে)এর প্যানে দিয়ে চুলাতে দিন। ঢেকে মাঝারি আচে ৫-৬ মিনিট রান্না করুন।

পানি শুকিয়ে তলা লালচে হয়ে গেলে চুলা বন্ধ করুন।

১টেবিলচামচ সয়াসস, ১টেবিলচামচ ভিনেগার, ১চা চামচ চিলি ফ্লেক্স, ১টেবিলচামচ হট সস/টমেটো সস ও পরিমান্মত চিনি মিশিয়ে ঝাল সস বানিয়ে নিন।